মেয়র আতিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন খারিজ

0
0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়ার আবেদন খারিজ করেছেন আদালত।ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন। মামলার কোনো উপাদান না থাকায় বাদীর আবেদন সরাসরি খারিজ করে দেন ট্রাইব্যুনাল।

মেয়র আতিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন আবদুল রহিম নামের এক ব্যক্তি। তিনি নিজেকে ভাষানটেক প্রকল্পের রূপকার বলে দাবি করেন।

মামলা নেওয়ার আবেদনে বলা হয়, গত ২ জুন মেয়র আতিকুল গণমাধ্যমে বাদী আবদুর রহিম সম্পর্কে মানহানিকর বক্তব্য দিয়েছেন। মেয়র বলেছেন, খাল দখল ও দূষণের এক উদাহরণ ভাষানটেক প্রকল্প। বস্তিবাসীর পুনর্বাসন করা হবে। রহিম নামের এক ব্যক্তি খালের ওপর অবৈধ স্থাপনা তৈরি করেছেন। ২ জুন ভাষানটেক প্রকল্পের ভবন ভেঙে দিয়েছে ডিএনসিসি। এর মধ্য দিয়ে মেয়র আতিকুল ক্ষমতার অপব্যবহার করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here