সাফের মিশনে মালদ্বীপের পথে বাংলাদেশ

0
0

চারবার সাফের গ্রুপ পর্ব হতে বিদায় নেওয়া বাংলাদেশ আরেকটি সাফ খেলতে মালদ্বীপ যাচ্ছে আজ। দুপুর ২টা ৪০ মিনিটে মালদ্বীপ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন জামাল ভূঁইয়ারা। এতে সরাসরি ফ্লাইটে মালদ্বীপের মালেতে চলে যাবে তারা। ১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের এই আসর।

গতকাল ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছেন কোচ অস্কার ব্রুজন। যেখান জায়গা হয়নি এলিটা কিংসলের। ফিফার অনুমোদন না মেলায় আপাতত জাতীয় দলের জার্সি গায়ে খেলা হচ্ছে না এলিটা কিংসলের। সংবাদ সম্মেলনে কোচ ভাল করার কথা বললেও চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলে জানান অধিনায়ক জামাল ভূইয়া।

মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে নেই গ্রুপ পর্ব। পাঁচ দলের এ টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল যাবে ফাইনালে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থাকা লাল-সবুজের দল জয় দিয়ে মিশন শুরু করতে আশাবাদী।

বাংলাদেশ স্কোয়াড:

শহীদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রাজাউল করিম, সোহেল রানা, সাদউদ্দিন, বিপ্লব আহমেদ, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশা ও হৃদয়।

সাফে বাংলাদেশের সূচি:

১ অক্টোবর: শ্রীলঙ্কা-বাংলাদেশ

৪ অক্টোবর: বাংলাদেশ-ভারত

৭ অক্টোবর: মালদ্বীপ-বাংলাদেশ

 

1৩ অক্টোবর: বাংলাদেশ-নেপাল

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here