ইসরায়েলের ভবিষ্যৎ পরিণতি ভয়াবহ ও অন্ধকারাচ্ছন্ন: সাবেক প্রধানমন্ত্রীর ছেলে

0
0

ইসরায়েলের প্রথম পররাষ্ট্রমন্ত্রী এবং দ্বিতীয় প্রধানমন্ত্রী মোশে শারেটের পুত্র ইয়াকভ শারেট ইসরায়েলের `হারেটজ’ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ইসরায়েল দেশটি ও ‘জায়নিস্ট এন্টারপ্রাইজ’ পাপের ফলেই তৈরি হয়েছে।’

৯৫ বছর বয়সী শারেট এসময় ইসরাইলের রাষ্ট্রীয় মানসিকতার তীব্র সমালোচনা করেন। আলিয়াহ, ইহুদিদের ইসরায়েলে স্থানান্তর এবং ফিলিস্তিনি অঞ্চল দখল করার বিরোধিতা করেন। তিনি ইসরায়েল থেকে দেশত্যাগের আহ্বানও জানান।

তিনি বলেন, পাপ আমাদের অনুসরণ করে, তাড়া করে। এই তাড়না আমাদের অস্তিত্ববাদী ভীতিতে পরিণত হয়েছে। এখন আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয় হচ্ছে। এর ভবিষ্যৎ পরিণতি ভয়াবহ ও অন্ধকারের দিকে ধাবিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শারেট ইসরাইল চুক্তির সঙ্গে জড়িত। তিনি এজন্য অনুতপ্ত বোধ করেন। তিনি বলেন, আমার নিজেকে অপরাধী মনে হয়। একটি দেশ দখল করা ঠিক হয়নি। আমি অন্য কোথাও চলে যেতে চাই কিন্তু বয়সের কারণে সেটি সম্ভব না। তবে, শারেটের সন্তান, নাতি-নাতনি নিউইয়র্কে বাস করেন এ জন্য তিনি খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here