সুদানে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ, রুখে দাঁড়ানোর আহ্বান জনগণকে

0
0

সুদানে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে। বর্তমানে সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে পরিস্থিতি। দেশটির কর্তৃপক্ষ জনসাধারণকে এই প্রচেষ্টা রুখে দেয়ার আহ্বান জানিয়েছে। সুদানের রাষ্ট্রীয় মিডিয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, আজ মঙ্গলবার সেনাদের একটি গ্রুপ অভ্যুত্থানের চেষ্টা করে। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। এর বিরুদ্ধে জনগণকে দাঁড়ানোর জন্য রাষ্ট্রীয় টেলিভিশন থেকে আহ্বান জানানো হলেও বিস্তারিত আর কিছু জানানো হয়নি। ক্ষমতাসীন সামরিক-বেসামরিক পরিষদের একজন সদস্য মোহামেদ আল ফাকি সুলেইমান ফেসবুকে লিখেছেন, সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে।

বিপ্লব বিজয়ী হয়েছে। তিনি সুদানের জনগণকে এসব অভ্যুত্থান চেষ্টার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। এরই মধ্যে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেশাত্ববোধক গান প্রচার শুরু করেছে। সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, অজ্ঞাত সংখ্যক সেনার একটি সশস্ত্র কোর এই অভ্যুত্থান প্রচেষ্টার নেপথ্যে রয়েছে। তারা বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেছিল। কিন্তু তাদেরকে থামিয়ে দেয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, এ ঘটনায় সেনাবাহিনীর উচ্চ পদস্থ কিছু কর্মকর্তাসহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি আর বিস্তারিত কিছু জানাতে পারেননি। এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাড়াতাড়িই বিবৃতি দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here