স্কুলের পাশে মিলল ১২ ফুটের অজগর

0
0

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় স্কুলের পাশে থেকে একটি ১২ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন প্রায় ১৬ কেজি বলে জানা গেছে।

শনিবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের পশ্চিম পাশে মুরাদপুর গ্রামে অজগর সাপটি ধরা পড়ে।

খবর পেয়ে পরে বন বিভাগের হাটহাজারী রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইনের নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর সহযোগিতায় অজগর সাপটি উদ্ধার করা হয়।

পরে বন বিভাগের কর্তারা হাটহাজারী পৌরসভার পশ্চিমে সাপটি তাদের আওতাধীন সংরক্ষিত গভীর বনে অবমুক্ত করা হয়।

সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন জানান, শনিবার রাতে মির্জাপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের বাসিন্দারা অজগর সাপটি ধরে বিষয়টি আমাদের অবহিত করেন। আমরা সাপটি উদ্ধার করে পৌর এলাকার পশ্চিমে আমাদের সংরক্ষিত বনে অবমুক্ত করি। সেখানে অজগর সাপসহ সব প্রাণিকূলের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে।

সাপটি মানুষের তেমন ক্ষতি করে না জানিয়ে তিনি আরও বলেন, বনাঞ্চল উজারের ফলে প্রাণিকূলের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়া ও খাদ্যের অভাবে বনজঙ্গল থেকে অজগরটি লোকালয়ে চলে আসছে। এ ধরনের সাপগুলো সাধারণত বনজঙ্গল থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here