চিন্তা করবেন না, আফগানিস্তানে সব ঠিক হয়ে যাবে: আইএসআই প্রধান

0
0

শনিবার পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ। ওই অঞ্চলের নিরাপত্তা সম্পর্কিত দিনব্যাপী ওই সফরে গিয়ে আইএসআই প্রধান আফগানিস্তান বিষয়ে বলেন “সবকিছু ঠিক হয়ে যাবে”।

এ খবর নিশ্চিত করে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন বলেছে, চ্যানেল ফোর নিউজের টুইটারে পোস্ট করা এক ভিডিওতে আইএসআই প্রধানকে আফগানিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমদ খানের সাথে কাবুলের একটি হোটেলে দেখা যায়। সেখানে জেনারেল ফয়েজকে একজন রিপোর্টার জিজ্ঞাসা করেন, “আপনি কি আশা করছেন? আফগানিস্তানে এখন কি হতে যাচ্ছে?” প্রতিনিধি দলের একজন সদস্য এর জবাবে বলেন, আমরা আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছি।

অন্যদিকে জেনারেল ফয়েজ হামিদ হাসিমুখে ওই প্রতিবেদককে বলেন, “চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here