লালমনিরহাটে ডায়াগনোষ্টিক সেন্টারের রমরমা ব্যবসা, পরিক্ষা না করেই রিপোর্ট প্রদান

0
0

সিমান্ত অধ্যুষিত এলাকা লালমনিরহাট জেলায় প্রায় ১৫ লক্ষ মানুষের বসবাস। অবহেলিত বিশাল এ দরিদ্র জনগোষ্টির বেশির ভাগই কৃষক ও দিনমজুর। এখানে নেই কোন ভাল মানের চিকিৎসা ব্যবস্থা, না আছে কোন ভাল মানের অত্যাধুনিক হাসপাতাল। এই সুযোগকে কাজে লাগিয়ে জেলাটির অলিতে-গলিতে ব্যাঙের ছাতা মত গড়ে উঠেছে বাহারি নামে বিভিন্ন ডায়াগনোষ্টিক সেন্টার।

এর মধ্যে অন্যতম লালমনিরহাটের প্রান কেন্দ্রে মিশোন মোড় এলাকায় অবস্থিত ক্রিসেন্ট ডায়াগনোষ্টিক ও ইমেজিং সেন্টার। বাহারি নামে বাহারি বিজ্ঞাপনে অসু্স্থ্য মানুষকে আকৃষ্ট করতে ব্যাপক প্রচার প্রচারনায় একধাপ এগিয়ে এ প্রতিষ্ঠানটির জুড়ি নেই।

কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানটির ভিতরের চিত্র ভিন্ন।
নেই কোন ভাল মানের সার্টিফিকেট ধারি টেকনিশিয়ান। নেই কোন ভাল মানের মেশিন। এরপর চাকচিক্যে তারাই জেলার সেরা।

কয়েকজন ডাক্তারের সমন্বয়ে গড়ে উঠা ক্রিসেন্ট ডায়াগনোষ্টিক ও ইমেজিং সেন্টারটি সকাল থেকে রাত অবধি চলে রোগী দেখার কাজ।

গতকাল ৩০ জুলাই বিকালে হাজিগঞ্জ এলাকার আশরাফুল ইসলাম ক্রিসেন্ট ডায়াগনোষ্টিক ও ইমেজিং সেন্টারে নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাঃ হুমায়ুন কবির আহম্মেদের কাছে তা ছেলে রাফি (৮) নিয়ে আসেন। ডাঃ হুমায়ুন কবির রাফিকে দেখে কিছু টেষ্ট দেন। তার মধ্যে এক্সরে করাতেও বলেন। সব গুলো রিপোর্ট করতে নেয়া হয় রক্তের সিম্পল। কিছুক্ষন পর আশরাফুল ইসলামকে ডেকে ধরিয়ে দেয়া হয় রিপোর্টের কাগজ। সাথে ছিল এক্সরে রিপোর্ট।

কিন্তু তখন পর্যন্ত শিশু রাফির এক্সরে করানোই হয়নি, অথচ হাতে ধরিয়ে দেয়া হলো এক্সরে রিপোর্ট। শিশু রাফির বাবা আশরাফুল ইসলাম রিপোর্ট গুলো নিয়ে ডাঃ হুমায়ুন আহম্মেদের কাছে প্রেসক্রিপশন করাতে গেলে ডাঃ বলেন, এটা কার এক্সরে আমি তো নাকের এক্সরে করাতে বলেছি। এরপর ডাঃ হুমায়ুন আহম্মেদ শিশু রাফিকে ডেকে জিজ্ঞাসা করলে শিশু রাফি বলে আমিতো এখানে বসে ছিলাম আমার শুধু রক্ত নিয়েছে। কোন এক্সরে করা হয়নি।

পরে রাফির বাবা ক্রিসেন্ট ডায়াগানোষ্টিক ও ইমেজিং সেন্টারের পরিচালক মাজেদের কাছে অনিয়মের কথা বলতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও চেয়ার তুলে মারতে যান। এরপর এব্যাপারে কাউকে কিছু বলতে নিষেধ করেন।

শিশু রাফির বাবা আশরাফুল ইসলাম বলেন, যদি ডাঃ না বুঝতো তাহলে আমার ছেলের বড় ধরনের ক্ষতি হয়ে যেত। আমি ক্রিসেন্ট ডায়াগনোষ্টিক ও ইমেজিং সেন্টারের মালিক আব্দুল মজিদের বিচার চাই।

এ ব্যাপারে ক্রিসেন্ট ডায়াগনোষ্টিক ও ইমেজিং সেন্টারের পরিচালক আব্দুল মজিদ বলেন, ভাই ভুলে হয়ে গেছে। আর চেয়ার তুলে মারতে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায় বলেন, অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here