হাসেম ফুডসের মালিক ও তার আরও দুই ছেলের জামিন মঞ্জুর

0
0

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেড কারখানায় আগুনের ঘটনায় ৫২ জন মৃত্যুতে করা মামলায় গ্রেফতার হওয়া কারখানার মালিক এম এ হাসেম ও তার দুই ছেলে জামিন পেয়েছেন৷

আজ সোমবার (১৯ জুলাই) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

এর আগে কারখানার মালিক হাসেমের আরও দুই ছেলের জামিন হয়েছিল।

নারায়ণগঞ্জ জেলা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে আসামিপক্ষের আইনজীবী ছয় আসামিরই জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত এম এ হাসেম ও তার দুই ছেলের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুডস লিমিটেড কারখানার ছয়তলার একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান কারখানার ৫২ জন শ্রমিক-কর্মচারী।

ঘটনার পরদিন রাতে এ ঘটনায় রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন। এ মামলায় আসামি করা হয় সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম, তার চার ছেলে ও তিন কর্মকর্তাকে।

এছাড়া এ মামলার পর শ্রম আদালতে শ্রম আইনের ৮০ ধারায় প্রতিষ্ঠানের মালিক ও ডিজিএমের বিরুদ্ধে মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here