মালদ্বীপের রাষ্ট্রপতিকে আম উপহার প্রধানমন্ত্রীর

0
0

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শনস্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে উপহার হিসেবে ৫০০ কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছেন। গতকাল দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ জুলাই মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আয়েশা শান সাকিরের কাছে এসব আম হস্তান্তর করেন।

মালদ্বীপের চিফ অব প্রটোকল রাষ্ট্রপতির পক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

জানা গেছে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঢাকা সফরে আসা পাঁচ রাষ্ট্র ও সরকারপ্রধানকে শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠাচ্ছেন শেখ হাসিনা। এরই মধ্যে ভারত, নেপাল, ভুটান ও মালদ্বীপের রাষ্ট্র ও সরকারপ্রধানদেরও আম উপহার পাঠিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here