পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিন দেয়া হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পর্যায়ক্রমে দেশের সবাইকে করোনার ভ্যাকসিন দিতে কাজ করছে সরকার। কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, সেভাবে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রণালয় ও বিভাগসমূহের বার্ষিক কর্ম-সম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার দেয়ার অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন আসছে। আমাদের দেশের সবাই যেনো ভ্যাকসিন নিতে পারে, সে জন্য যত দরকার, আমরা তা কিনবো। আমরা সকলকে ভ্যাকসিনটা দেবো।

সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, করোনার এ পরিস্থিতিতে সবাই যেনো স্বাস্থ্য-বিধি মেনে চলে, সেদিক দৃষ্টি দিতে হবে।

অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাদের সুশাসন নিশ্চিতের তাগিদ দেন সরকারপ্রধান। তিনি বলেন, শুদ্ধাচারের ব্যবস্থা আমরা নিয়েছি। প্রতিটি ক্ষেত্রে যে জবাবদিহিতা থাকা উচিত এবং কোন অবস্থায় কী করণীয় এই শুদ্ধাচার নীতিমালার মধ্যে তার প্রত্যেকটি কথাই বলে দেয়া হয়েছে।

অনুষ্ঠানে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, গ্রেপ্তারের পরদিনই আমার সম্পদের হিসাব চাওয়া হয়। এরপর একের পর এক মামলা। বিএনপির সময় মামলা দিয়েছিলো ১২টা, তত্ত্বাবধায়ক দেয় আরও ৫টা। এমন পরিস্থিতি তৈরি করেছিলো যে, কোনও দিনই আর আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেবে না। কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here