ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৬ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের গাড়ির ও ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপ বৃদ্ধি ও সেই সাথে রাতে গুড়িগুড়ি বৃষ্টির কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গার পুংলী পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানজট কমতে থাকলেও সকাল ৯টার টার পর যানবাহনের ধীরগতি লক্ষ করা গেছে।

আজ রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, চারলেনের যানবাহনের চাপ দুইলেনে প্রবেশ করে চলাচল করছে। এতে চাপ সামাল দিতে না পারায় ভোররাত থেকে সকাল আটটা পর্যন্ত যানজট সৃষ্টি হয় বলে জানিয়েছেন জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মো. হারুনুর রশিদ।

অন্যদিকে, ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপও বাড়ছে। এতে করে দীর্ঘমেয়াদী যানজটের শঙ্কা দেখা দিয়েছে। যানজটের ফলে চালক ও ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। আবার কোথাও কোথাও গাড়ি বিকল হওয়ায় তা সরিয়ে নিতে কিছুটা সময় লাগছে। এতে করে অনেক স্থানে জটলার সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here