জার্মানিতে বন্যায় নিহত ৩৮, নিখোঁজ ৭০

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে গত কয়েকদিনে টানা ভারী বর্ষণে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবণের পর বুধবার রাত থেকে বন্যাও শুরু হয়েছে। এতে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাইনল্যান্ড-পালাটিনেট প্রদেশে অন্তত ২০টি ভবন ধসে পড়ে। এ ঘটনায় এ পর্যন্ত ৩৮ নিহত হয়েছেন। আর  নিখোঁজ রয়েছেন ৭০ জনের বেশি। অনেকে প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন বাসা-বাড়ির ছাদে।  খবর: এপি, রয়টার্স।

গতকাল দেশটির ওয়েস্টার্ন কান্ট্রির কর্তৃপক্ষ ইউসকিরচেইন বলেছেন, বন্যায় এই অঞ্চলে ইতোমধ্যে আটজন নিহত হয়েছেন। দক্ষিণ-পশ্চিমের কোলানে ইন্টারনেট সেবা বিপর্যয় হয়েছে। আর ওয়েস্টার্স সিটির পুলিশ জানিয়েছে, আরওয়লে কাউন্টিতে চারজনের মৃতের খবপ পাওয়া গেছে। অন্তত ৫০ জন বিল্ডিংয়ের ছাদে আটকা পড়ছেন। তাদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী কাজ করছে।

পুলিশকে উদ্বুদ্ধ করে দেশটির সম্প্রচারমাধ্যম এসডব্লিউআর জানিয়েছে, প্রদেশটির শাচাল্ড বেই আদেনু ডিস্ট্রিক্টের হিলি আইফেল এলাকায় ভবন ধসে পড়ার পর ৩০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে। ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে আরও ২৫টি বাড়ি।

স্থানীয় পুলিশের মুখপাত্র বলেছেন, ‘প্রাণ বাঁচাতে ছাদে আশ্রয় নিয়েছেন এমন কতজন মানুষকে উদ্ধার করতে হবে তার সঠিক হিসাব আমাদের কাছে নেই। অনেক এলাকায় দমকল বাহিনী ও উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়েছে। আমাদের হাতে এই পর্যন্ত পরিস্থিতির সঠিক চিত্রটি নেই। কারণ এসব মানুষকে উদ্ধার করার তৎপরতা অব্যাহত রয়েছে।

ভারী বৃষ্টির পর বন্যায় উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে দুই দমকলকর্মী ডুবে গেছেন। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের জন্য সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। বৃষ্টি-বন্যার কারণে রেল, সড়ক ও নদী পথে যোগাযোগ বিঘিœত হচ্ছে।

জার্মানির আবহাওয়া দপ্তর গতকাল বৃহস্পতিবার সকালের বুলেটিনে আরও সতর্ক করে জানিয়েছে, বৃহস্পতিবারও জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। গতকাল বুধবার থেকে শুরু হওয়া এই ভারী বৃষ্টিপাত আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here