করোনায় বরিশালে একদিনে ১৯ মৃত্যু, শনাক্ত ৫৩৩

0
0

নিজস্ব প্রতিবেদক: বরিশালে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫শ’ ৩৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৬ জনে।

আজ বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

মৃতদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন ও পজিটিভ শনাক্ত তিনজন। এছাড়া পটুয়াখালী জেলায় দুই ও বরগুনা জেলায় চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩শ’ ৬৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব। তিনি জানান, মোট আক্রান্ত ২৪ হাজার ৯৬ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩শ’ ৯১ জন।

নতুন করে আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ২০২ জন, পটুয়াখালী জেলার ৪৭ জন, ভোলা জেলার ৪৩ জন, পিরোজপুর জেলার ৪৮ জন, বরগুনা জেলার ৬৬ জন এবং ঝালকাঠি জেলার ১২৭ জন রয়েছেন।

শেবাচিম হাসপাতালে আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ শনাক্তের হার ৬২.৭৬ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here