অগ্রাধিকার ভিত্তিতে এনআইডি পাবে জবি শিক্ষার্থীরা

0
0

প্রতিনিধি, জবি: শিক্ষার্থীদের জন্য কভিড-১৯ টিকা পেতে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র দেয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন ইসি ও জগন্নাথ  বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদের কভিড-১৯ ভ্যাকসিন পাওয়ার জন্য দ্রুততম সময়ে জাতীয় পরিচয়পত্র করার জন্য আহ্বান করা হচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, পরিচয়পত্রের জন্য শিক্ষার্থীদের যঃঃঢ়ং://ংবৎারপবং.হরফ.িমড়া.নফ/হব-িাড়ঃবৎ ওয়েব লিংকে গিয়ে বর্ণিত ধাপ সম্পন্ন করে শিক্ষার্থীদের অনলাইনে পূরণকৃত ফরমটি (ফরম-২) পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে হবে। পিডিএফ ফরমটি প্রিন্ট করার পর প্রয়োজনীয় স্বাক্ষর ও সত্যায়িত করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদনপত্র উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র দেয়ার ব্যবস্থা করবে ইসি।

জাতীয় পরিচয়পত্র পাওয়ার পর নিয়মিত শিক্ষার্থীরা ভ্যাকসিনের জন্য আবেদন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে তাদের ভ্যাকসিন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করবে।

ইসি সূত্রে জানা যায়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদের একই ব্যবস্থায় দ্রুততম সময়ে এনআইডি দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here