নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড শ্রম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

 

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ও হতাহতের কারণ এবং দায়দায়িত্ব নির্ধারণ করে সুপারিশমালার জন্য ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ৬ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. রেজাউল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

অফিস আদেশে কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর আগে রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেজান জুসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে ৫২টি প্রাণ। বৃহস্পতিবার বিকালে অগ্নিকাণ্ডের পর রাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রায় ২০ ঘণ্টা পর শুক্রবার দুপুরে ওই ধ্বংসস্তূপ থেকে আরও ৪৯ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এসব মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ডিএনএন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here