প্রতিনিধি, ফরিদপুর: গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭১টি নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ২০৮ জন। আর এ সময় কভিডে মারা গেছেন ১৪ জন। শনাক্তের হার ৫৬ দশমিক শূন্য চার শতাংশ।
জেলায় মোট আক্রান্ত ১৪ হাজার ২৮৮ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০৭ জন।
এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল রহমান জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কভিডে পাঁচ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন ১৫ ব্যক্তি, কভিড সাধারণ ওয়ার্ডে ভর্তি ৩২৮ জন।