প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় কভিডে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন কভিডে ও ১০ জন উপসর্গ নিয়ে মারা যান।
গতকাল শুক্রবার সকালে ৮টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন ২২০ জনের দেহে কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৯ হাজার ৮৮৪ জনের শরীরে কভিড শনাক্ত হলো।
ডিসি কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে শনাক্ত হওয়া ২২০ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৮৩, দৌলতপুরের ৫৯, কুমারখালীর ২৬, ভেড়ামারার ৩৪, মিরপুরের ১১ ও খোকসা উপজেলার সাতজন। নমুনা পরীক্ষা বিবেচনায় কভিড শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমেন বলেন, ২৫০ শয্যার হাসপাতালটিকে ডেডিকেটেড হাসপাতাল ঘোষণার পর থেকে রোগীর চাপ বাড়ছে। প্রয়োজনের তুলনায় লোকবল কম। এ জন্য চিকিৎসক, নার্স, আয়াসহ সংশ্লিষ্ট সবাই চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে। প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সঙ্গে সঙ্গে হাসপাতালেও রোগীর চাপ বাড়ছে। এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে।