নিজস্ব প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের একমাত্র আলকচিত্রী গোলাম মোস্তফা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। আজ শুক্রবার সকাল দশটায় রাজধানীর ইস্কাটনের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন তার ছেলে শিহাব।
আলোকচিত্রী গোলাম মুস্তাফা ১৯৪১ সালের ৩০ নভেম্বর কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি দাদার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে চলে আসেন।
শিক্ষাজীবনে নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুল এবং ঢাকার জগন্নাথ কলেজে লেখাপড়া করেন। জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পেলেও তা প্রত্যাখ্যান করে ইউএসআইএস-এ খণ্ডকালীন চাকরি নেন তিনি।
কর্মজীবনে তিনি আমেরিকান দূতাবাস ছাড়াও নানা জায়গায় কাজ করেছেন। স্বনামধন্য আলোকচিত্র শিল্পী মনজুর আলম বেগের সান্নিধ্য লাভ করেন তিনি।
১৯৬৪ সালে পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রে একমাত্র বাঙালি ক্যামেরাম্যান হিসাবে যোগদান করেন গোলাম মোস্তফা। ১৯৯৮ সালে বিটিভি থেকে পরিচালক পদ থেকে অবসর নেন তিনি।
তিনি দীর্ঘদিন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) সহ-সভাপতি এবং দুই বছর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বিপিএস- এর সম্মানিত স্থায়ী পরিষদ প্রধান। একইসাথে ‘ফটোগ্রাফি’ পত্রিকার সম্পাদকমন্ডলীর সদস্য।
তিনি ২০১৮ সালে আলোকচিত্রে একুশে পদক লাভ করেন। ২০১৬ সালে শিল্পকলা একাডেমি পুরস্কারও পান তিনি।
এদিকে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট আলোকচিত্রী গোলাম মুস্তাফা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।