নিজস্ব প্রতিবেদক: আগুন লাগার মর্মান্তিক ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানার ভবনটিতে আগুন নেভানোর সরঞ্জাম যেমন ছিল না, তেমনি জরুরি বের হওয়ার প্রয়োজনীয় সংখ্যক পথও রাখা হয়নি বলে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে জানিয়েছেন ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
গতকাল বিকালে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন্স লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, ‘ভবনটির আয়তন প্রায় ৩৫ হাজার বর্গফুট। ওই ভবনের জন্য অন্তত চার থেকে পাঁচটি সিঁড়ি থাকা দরকার ছিল। অথচ বড় এই ভবনে আমরা পেলাম মাত্র দুটি এক্সিট। এর মধ্যে প্রথম এক্সিট ছিল আগুনের মধ্যে। শুরুতেই সেটি বন্ধ হয়ে যায়। ফলে সেখানে কেউ যেতে পারেনি।’
দ্বিতীয় সিঁড়ির কাছেও তাপ ও ধোঁয়ার কারণে ভেতরে যারা আটকে ছিলেন, তারা যেতে পারেননি বলে তাদের ধারণার কথা জানান তিনি। এ কারণে সেই পথেও শ্রমিকরা বের হতে পারেননি, যোগ করেন এই কর্মকর্তা।
ভবনটিতে ফায়ার সেফটি ইকুইপমেন্ট কী কী দেখেছেন এবং তা পর্যাপ্ত ছিল কি নাÑএমন প্রশ্নে তিনি বলেন, ‘এখন পর্যন্ত তেমন কিছু দেখতে পাইনি। সেরকম কোনো বিষয় চোখে পড়েনি। যখন ফাইনালি তদন্ত করব, তখন চেক করব বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী ভবনটিতে অগ্নি নিরাপত্তা সরঞ্জাম ছিল কি না, কিংবা আগুন লাগলে ভবনের আয়তন অনুযায়ী এক্সিট ছিল কি না, যা দিয়ে কর্মকর্তা ও কর্মীরা নিরাপদে বের হতে পারেন।’
নিরাপত্তার ঘাটতির বিষয়ে আরেক প্রশ্নে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, ‘৪৯ জন মারা গেছেন। এটা কম সংখ্যা নয়। সঠিকভাবে চলে আসার জন্য পথ পেলে এমনটি হতো না।’
বেশিরভাগ মৃতদেহ চারতলায় পাওয়া গেছে বলে জানিয়ে তিনি বলেন, ‘পাঁচতলায় কাউকে শনাক্ত করিনি এবং ছয়তলায় কাউকে পাওয়া যায়নি। তাই আশা করা হচ্ছে, আর হয়তো ভেতরে কোনো মরদেহ নেই।’
শ্রমিকরা কীভাবে মারা গিয়ে থাকতে পারেনÑএমন প্রশ্নে তিনি বলেন, ‘মরদেহ পোড়া অবস্থায় দেখেছি। এটার পোস্টমর্টেম হলে আসল কারণ জানা যাবে। এ রকম আগুনে সাফোকেশন হওয়া স্বাভাবিক। আর তাপ সহ্য করাও সম্ভব নয়।’
আগুন অনেকভাবে ক্ষতি করে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু আগুন ক্ষতি করে, তা কিন্তু নয়। একত্রে বড় আগুন হলে তাপের কারণে ১০ ফুটের মধ্যে কেউ যেতে পারে না, যে কারণে এক্সিট দরজার কাছে কেউ পৌঁছতে পারেনি।’
বড় আকারের এ ভবনের ছয় ফ্লোর জুড়েই গোডাউন রয়েছে বলে উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘টপ টু বটম কাঁচামাল জমা ছিল। ফ্লোরগুলোর কোনো অংশে ফাঁকা বা খালি স্থান রাখা হয়নি। এ কারণে পানি সব কর্নারে পোঁছাতে পারে না এবং এখনও ছোট ছোট আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে। মূল আগুন রাত সাড়ে ১২টার মধ্যে নেভানো হলেও প্রচুর সরঞ্জামের কারণে ছোট ছোট আগুন নেভানো যায়নি।’
এক থেকে পাঁচতলা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়ে ফায়ার সার্ভিসের অপারেশন বিভাগের এই পরিচালক বলেন, ‘এখন আমাদের কর্মীরা ছয়তলায় কাজ করছেন। এটি পুরোটাই গোডাউন। এখনও ধোঁয়া দেখা যাচ্ছে কিছু কিছু। ফ্লোরজুড়ে কাঁচামাল থাকায় অল্প অল্প করে আগুন ও ধোঁয়া উড়ছে।’
প্রচুর পরিমাণ কাঁচামাল ও জিনিসপত্র নেট দিয়ে আলাদা ‘সেকশন’ করে রাখা হয়েছিল বলে উল্লেখ করে তিনি সন্ধ্যার মধ্যে মেইন সার্চ শেষ হবে বলে আশা প্রকাশ করেন। তিনি জানান, কাগজ, প্লাস্টিকের প্যাকেট, কেমিক্যাল সবই পুড়ে গেছে। পোড়া অংশ ছাড়া এখন কিছুই নেই। প্যাকেট ও কাগজের সামগ্রী থাকায় আগুন ছড়িয়েছে দ্রুত। কেমিক্যাল পোড়ার কারণে পানির রং বদলে গেছে বলে তিনি উল্লেখ করেন।
রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের হাসেম ফুডসের এই কারখানায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় আগুন লাগার পর রাতে তিনজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্থানীয় প্রশাসন।
গতকাল বেলা আড়াইটা পর্যন্ত ওই ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৯ জনের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। আগের রাতে মারা যাওয়া তিনজনসহ নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫২ হয়েছে।
ছয়তলা ভবনের এ কারখানায় জুস, বেভারেজসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি হতো।