নিজস্ব প্রতিবেদক: মহামারি কভিড-১৯ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত চলমান লকডাউনে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। সবাই কভিডে আক্রান্ত হলে দেশে ১৮ কোটি শয্যা তৈরি করা যাবে না বলেও হুশিয়ার করেন তিনি।
রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী উচ্চবিদ্যালয় মাঠে লকডাউনে ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মধ্যে খাবার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন। বাংলাদেশ দোকান মালিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বেনজীর আহমেদ জানান, বস্তিবাসী, নি¤œবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত সব মিলে ঢাকায় দুই কোটি মানুষের বাস। কঠোর বিধিনিষিধের মধ্যেও এখন অনেকেই বাসা থেকে বের হন, জিজ্ঞাসা করলে বলেন, ‘ভালো লাগে না’, ‘বাসায় বোর লাগে’। অনেকে আবার লকডাউন হচ্ছে, তা দেখার জন্য বের হচ্ছেন।
তিনি বলেন, ‘দয়া করে এই কাজ করবেন না। বাসা থেকে বের হলে কভিডে আক্রান্ত হবেন। সবাই যদি একটু স্বাস্থ্যবিধি মেনে চলেন, তাহলে কভিডের দ্বিতীয় ঢেউ দীর্ঘায়িত হবে না। কিন্তু সেটা নির্ভর করবে সবার আচরণের ওপর।’
মৃত্যুর মিছিল আরও দীর্ঘায়িত করবেন না, উল্লেখ করে আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘এখন গুলশান এলাকায় যান চলাচল (ট্রাফিক) বেড়ে গেছে। মনে হয়, প্রত্যেকেরই যেন জরুরি কাজ। এভাবে চলাচল করলে পুলিশ ও রাষ্ট্র অসহায় হয়ে পড়বে। সবাই আক্রান্ত হলে দেশে ১৮ কোটি শয্যা তৈরি করা যাবে না। ঘর থেকে কারা বের হবেন, কারা কাজ করবেন না, তা সরকার বলে দিয়েছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে, দয়া করে রাস্তাঘাটে বের হবেন না, ভিড় করবেন না। এই মৃত্যুর মিছিল আরও দীর্ঘায়িত করবেন না।’
সরকারের পাশাপাশি ধনী, সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে পুলিশপ্রধান বলেন, কেউ সাহায্য করতে চাইলে পুলিশ সেই সাহায্য-খাবার অসহায় ব্যক্তিদের ঘরে গিয়ে পৌঁছে দেবে। ধনী, ব্যবসায়ী যারা এই অতিমারির মধ্যে গরিবের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান আইজিপি।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘শুধু মাস্ক পরলেই সবাই ভালো থাকতে পারবেন। গত বছর দেশে প্রথম যখন কভিডের সংক্রমণ শুরু হয়, তখন আতঙ্কে মায়ের লাশ ছেলে দেখতে যায়নি। তিনি বলেন, দেশে আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) সংকট আছে। এই সংকট সমাধানে আগামী সপ্তাহ থেকে তারা কাজ করবেন।’
এর আগে অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ধনী-দরিদ্র, পৃথিবীর সব দেশ দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। সবার একই অবস্থা। এখন বাঁচতে চাইলে নিজে নিজেকে বাঁচাতে হবে। তিনি আরও বলেন, মানুষ পুলিশ দেখে মাস্ক পরে, আর পুলিশ চলে যাওয়ার পর তা খুলে ফেলে। নিজে ও পরিবারকে বাঁচানোর পথ হলো মাস্ক পলা এবং বাইরে থেকে ঘরে এসে হাত ধুয়ে ফেলা। স্বাস্থ্যবিধি মেনে চললে এ অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব।
ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই সবাইকে এবং দেশকে রক্ষা করি।’ অনুষ্ঠান শেষে এক হাজার দুস্থ নারী-পুরুষকে দুপুরের খাবারের প্যাকেট ও জনপ্রতি ৫০০ টাকা করে দেয়া হয়। তারা সবাই স্বাস্থ্যবিধি মেনে মাঠে অবস্থান নেন।