এখন পর্যন্ত কভিডে আক্রান্ত হয়েছেন ৮২৮৩ স্বাস্থ্যকর্মী

0
19

নিজস্ব প্রতিবেদক: দেশে এখন পর্যন্ত চিকিৎসকসহ আট হাজার ২৮৩ জন স্বাস্থ্যকর্মী মহামারিতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন-বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। গতকাল এ তথ্য জানায় সংগঠনটি।

বিএমএ জানায়, আট হাজার ২৮৩ জনের মধ্যে চিকিৎসক রয়েছেন দুই হাজার ৯৫৪, নার্স দুই হাজার ২৩ ও অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন তিন হাজার ৩০৬ জন। আর গত ৬ জুলাই পর্যন্ত কভিড-১৯-এ আক্রান্ত এবং এর লক্ষণ-উপসর্গ নিয়ে মোট ১৬২ জন চিকিৎসক মারা গেছেন।

কভিডে আক্রান্ত হয়ে প্রথম চিকিৎসক মারা যান গত বছর ১৫ এপ্রিল। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ মহামারিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণকারী চিকিৎসক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here