আড়ানী পৌর মেয়রের বাড়ি থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

0
0

 

প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, ১৮ লাখ টাকার দুটি চেক, ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ওই বাড়ি থেকে মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন।

তিনি জানান, বাঘা থানার একটি মামলার ঘটনায় পুলিশ পৌর মেয়রের বাড়িতে অভিযানে যায়। এ সময় বাড়িটিতে তল্লাশি চালালে ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, ১৮ লাখ টাকার দুটি চেক, একটি বিদেশি পিস্তলহ চারটি আগ্নেয়াস্ত্র, ৪৩টি গুলি, চারটি ব্যবহƒত গুলির খোসা পাওয়া গেছে। আগ্নেয়াস্ত্রের মধ্যে পিস্তল ছাড়া দুটি বন্দুক ও একটি ওয়ান শার্টার গান রয়েছে।

এছাড়া ২০ পিস ইয়াবা (২০০ গ্রাম), ১০ গ্রাম গাঁজা ও সাত গ্রাম হেরোইন পাওয়া যায় মেয়রের বাড়িতে। এ সময় মেয়র মুক্তার আলীকে পাওয়া যায়নি। তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যান। তবে বাড়িতে থাকা তার স্ত্রী জেসমিন আকতার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করে থানায় নেয়া হয়।

এসপি বলেন, মেয়রের বাড়িতে পাওয়া বিপুল পরিমাণ অর্থের উৎসের সঠিক তথ্য দিতে না পারায় সেগুলো জব্দ করা হয়েছে। মেয়র ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করা হয়েছে।

গত পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোট করায় গত মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ কমিটির উপদেষ্টা প্রভাষক মনোয়ার হোসেন মজনুর বাড়িতে হামলা চালান মেয়র মুক্তার আলী। এ সময় মজনুকে মারপিট ও বাড়ি ভাঙচুর করা হয়। রাতেই মজনু থানায় একটি অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই পুলিশ মেয়রের বাড়িতে অভিযান চালায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতে খায়ের আলম, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার, (ডিএসবি ও চারঘাট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত) রুবেল আহমেদ ও বাঘা থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here