মমতাকে অর্থদণ্ডের পর সরে দাঁড়ালেন বিচারপতি

0
0

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জরিমানা করার পর মামলা থেকে সরে দাঁড়িয়েছেন আলোচিত নন্দীগ্রাম মামলার বিচারপতি কৌশিক চন্দ। গতকাল বুধবার তিনি নিজেই সরে দাঁড়ানোর কথা জানান। সরে যাওয়ার আগে মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ লাখ টাকা জরিমানা করেন কলকাতা হাইকোর্টের এই বিচারপতি। খবর: আনন্দবাজার, এনডিটিভি।

পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে মমতাকে জয়ী ঘোষণা করা হলেও কিছু সময় পরই উল্টে যায় ফল। পরে এ ফল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন মমতা নিজেই। তবে মমতার দল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনার মুখে গতকাল বুধবার সেই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি কৌশিক চন্দ।

বিচারপতির দাবি, বিচারব্যবস্থাকে কলুষিত করার জন্যই মমতাকে এ জরিমানা করা হয়েছে। ওই জরিমানার অর্থ জমা দিতে হবে রাজ্য বার কাউন্সিলে, যা পরবর্তীকালে কভিড চিকিৎসায় ব্যবহƒত হবে। এবার এই মামলা কোন বেঞ্চে যাবে, ‘মাস্টার অব রোস্টার’ হিসেবে তা ঠিক করবেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল।

নন্দীগ্রামে ভোটের ফল গণনায় কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে মামলার পাশাপাশি ভোট পুনর্গণনার দাবিও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নন্দীগ্রাম মামলাটি বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে উঠতেই আপত্তি জানায় তৃণমূল।

দলটির দাবি, বিচারপতি চন্দের সঙ্গে বিজেপির পূর্বসংশ্লিষ্টতা রয়েছে। ফলে নিরপেক্ষ বিচার হবে কি না, সে ভরসা নেই তৃণমূলের। তাই এই মামলা অন্য বেঞ্চে সরানোর আহ্বান জানানো হয়। এ নিয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের কাছে আবেদনও করেন তারা।

তবে গতকাল মামলার রায় দিতে গিয়ে বিচারপতি চন্দ স্পষ্ট জানান, তার বিরুদ্ধে মামলাকারীর পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে, সেজন্য তিনি সরছেন না; বরং বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here