বগুড়ার তিন হাসপাতালের করোনা ইউনিটে ১৯ মৃত্যু

0
0

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৯ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত ৮ জনের মধ্যে বগুড়ার ২ জন এবং অন্য ৬ জন পার্শ্ববর্তী জেলার বাসিন্দা।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮ জন হলেন- গাইবান্ধার রেহানা (৯০), নওগাঁর মুসলেমা (৪০) ও রহমান সরকার (৬৩), জয়পুরহাটের মোর্শেদা (৪০), তবিবর (৬৮) ও বাবু (৩৫) এবং বগুড়া শিবগঞ্জের দুলাল (৮৫) ও আজাহার (৫০)।

তাদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৩ জন, টিএমএসএস হাসপাতালে একজন এবং অপর একজন নিজ বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এছাড়া তিনটি হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে যে ১১ জন মারা গেছেন তাদের মধ্যে শজিমেকে ২ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৮ জন এবং অপরজন মারা গেছেন টিএমএসএস হাসপাতালে।

আজ মঙ্গলবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১০ নমুনার ফলাফলে নতুন করে ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৯দশমিক ৩৮ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৮৮ জন।

ডা. তুহিন আরও জানান, এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৪ হাজার ৯৩১ জন এবং সুস্থতার সংখ্যা ১৩ হাজার ৮৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত ৮ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৪৩৭ জনে ঠেকেছে। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৪১৩ জন।

ডা. তুহিন বলেন, যে ১১জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল পেলে নিশ্চিত হওয়া যাবে তারা আক্রান্ত ছিলেন কি-না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here