ফিলিপাইনে ৯২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

0
0

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের একটি সামরিক বিমান কমপক্ষে ৯২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। সি-১৩০ নামের ওই সামরিক বিমানটির ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ৪০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ খবর এএফপি ও রয়টার্সের।

স্থানীয় সময় আজ রোববার দেশটির দক্ষিণাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির সেনাবাহিনীর প্রধান নিশ্চিত করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেঞ্জানা রয়টার্সকে জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বিমানটিতে তিনজন বিমান চালক এবং পাঁচজন ক্রু সদস্যসহ ৯২ জন আরোহী ছিলেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানার জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের জলো দ্বীপে অবতরণ করার সময় সি-১৩০ বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির ভগ্নাবশেষে আগুন ধরে গেছে, আর সেখান থেকে এ পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন। আরও বেশি মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, স্থানীয় কমান্ডারের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে যে, ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার আশা করা হচ্ছে।

বিমানে থাকা বেশিরভাগ আরোহীই সম্প্রতি সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের একটি যৌথ টাস্ক ফোর্সে কাজ করার জন্য ওই অঞ্চলে তাদেরকে মোতায়েন করা হয়েছিল।

জেনারেল আরও বলেন, এটা দুর্ভাগ্যজনক। অবতরণের সময় বিমানটি রানওয়ে খুঁজে পাচ্ছিল না। পরবর্তীতে অবতরণের চেষ্টা করতে থাকে এবং এটি বিধ্বস্ত হয়।

তবে, দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত করেননি ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here