গীতিকবি ফজল-এ-খোদা আর নেই

0
0

 

শোবিজ ডেস্ক: ‘সালাম সালাম হাজার সালাম’সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, কবি ফজল-এ-খোদা (৮০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার ভোর ৪টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ফজল-এ-খোদা মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওনাসিস।

সজীব ওনাসিস জানিয়েছেন, রায়েরবাজার কবরস্থানে দাফন করা হবে ফজল-এ-খোদাকে। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন। শেষে করোনায় আক্রান্ত হন।

তাঁর লেখা জনপ্রিয় গানের তালিকায় রয়েছে, ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কত আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, বাসন্তী রং শাড়ি পড়ে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’র মতো অসংখ্য গান।

কবি হিসেবেও ফজল-এ-খোদার খ্যাতি ছিল, ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালকও।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here