ভ্যাট আহরণ ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা

0
0

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী অর্থবছর কভিডের প্রভাব ছিল দেশের ছোট-বড় সব ব্যবসাপ্রতিষ্ঠানে। ব্যবসার গতি ছিল মন্থর। যার ধাক্কা লেগেছে ভ্যাট আদায়ে। মহামারির মধ্যেও ভ্যাট খাতে লক্ষ্যমাত্রা অর্জনের স্বপ্ন দেখছেন কর্মকর্তারা! তারা বলছেন, মহামারির মধ্যে আদায়ে কৌশল পরিবর্তন, বকেয়া আদায়, কভিডভীতি উপেক্ষা করে কর্মকর্তাদের ডোর টু ডোর হানা দেয়ার ফলে আদায় বেড়েছে। ৩০ জুন পর্যন্ত ভ্যাট আদায় হয়েছে প্রায় ৯৩ হাজার কোটি টাকা; যা লক্ষ্যমাত্রার তুলনায় মাত্র ১৬ হাজার কোটি টাকা পিছিয়ে। আদায় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১০ দশমিক ৮২ শতাংশ। তবে ১৫ জুলাই এর পরবর্তী ভ্যাট আদায় শেষ হলে লক্ষ্যমাত্রা অতিক্রম হবে বলে আশা করছেন এনবিআর কর্মকর্তারা।

অপরদিকে, ৩০ জুন পর্যন্ত ভ্যাট আদায় প্রবৃদ্ধিতে শীর্ষে রয়েছে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। এলটিইউ’এর প্রবৃদ্ধি ১৬.২০%। আর কমিশনারেটগুলোর মধ্যে ১৫.১০% প্রবৃদ্ধি নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট। এরপরে ৯.৬৭% প্রবৃদ্ধি নিয়ে তৃতীয় অবস্থানে রংপুর ভ্যাট কমিশনারেট, ৯.০৬% প্রবৃদ্ধি নিয়ে ঢাকা উত্তর চতুর্থ ও ৮.১৪% প্রবৃদ্ধি নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে কুমিল্লা কমিশনারেট। আর ভ্যাট আদায়ে শীর্ষে রয়েছে এলটিইউ। এছাড়া দ্বিতীয় অবস্থানে ঢাকা উত্তর ভ্যাট, তৃতীয় অবস্থানে চট্টগ্রাম ভ্যাট, চতুর্থ অবস্থানে ঢাকা দক্ষিণ ও পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা পূর্ব কমিশনারেট। তবে ১৫ জুলাইয়ের পর প্রবৃদ্ধি ও আদায়ে কমিশনারেটগুলোর স্থান পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, বিদায়ী ২০২০-২১ অর্থবছর ভ্যাট বিভাগের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ১০ হাজার কোটি টাকা। এর মধ্যে ১ জুলাই পর্যন্ত আদায় হয়েছে ৯৩ হাজার ৬০৩ কোটি ৫৬ লাখ টাকা, যা গত অর্থবছরের তুলনায় ৯ হাজার ১৩৬ কোটি ৫৬ লাখ টাকা বেশি। আদায় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১০ দশমিক ৮২ শতাংশ। তবে ভ্যাট খাতে লক্ষ্যমাত্রার তুলনায় এখনও ১৬ হাজার ৩৯৬ কোটি ৪৪ লাখ টাকা ঘাটতি রয়েছে। জুলাই মাসের ১৫ তারিখের পর জুন মাসের ভ্যাটের প্রকৃত চিত্র পাওয়া যাবে। কারণ ১৫ জুলাইয়ের মধ্যে করদাতারা জুন মাসের রিটার্ন ও ভ্যাট পরিশোধ করবেন। সে সময় ঘাটতি থাকবে না।

পরিসংখ্যানে আরও দেখা যায়, লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধিতে এগিয়ে রয়েছে এলটিইউ। এলটিইউ এর সংশোধিত লক্ষ্যমাত্রা ৫৭ হাজার দুই কোটি টাকা। ১ জুলাই পর্যন্ত এলটিইউ আদায় করেছে ৪৮ হাজার ৮৬৬ কোটি ৮৯ লাখ টাকা, যা গত অর্থবছরের তুলনায় ছয় হাজার ৮১৩ কোটি ৬৬ লাখ টাকা বেশি। আদায় প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২০ শতাংশ। রাজস্ব আদায় ও প্রবৃদ্ধিতে এখন পর্যন্ত এলটিইউ শীর্ষে রয়েছে। আদায় ও প্রবৃদ্ধি আরও বাড়বে।

অপরদিকে, কমিশনারেটগুলোর মধ্যে প্রবৃদ্ধির দিক থেকে প্রথম স্থানে আর এলটিইউ এর পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভ্যাট ঢাকা দক্ষিণ কমিশনারেট। এই কমিশনারেটের প্রবৃদ্ধি ১৫ দশমিক ১০ শতাংশ। আর ভ্যাট আদায়ে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ কমিশনারেট। এই কমিশনারেট এখন পর্যন্ত ভ্যাট আদায় করেছে আট হাজার ৯৬৮ কোটি ৮৯ লাখ টাকা।

পরিসংখ্যান অনুযায়ী, ভ্যাট আদায় প্রবৃদ্ধিতে তৃতীয় অবস্থানে রয়েছে রংপুর ভ্যাট কমিশনারেট। এই কমিশনারেটের প্রবৃদ্ধি ৯ দশমিক ৬৭ শতাংশ। আর ভ্যাট আদায় হয়েছে এক হাজার ৩৪০ কোটি ৪১ লাখ টাকা, যা গত অর্থবছরের তুলনায় ১১৮ কোটি ১৮ লাখ টাকা বেশি। প্রবৃদ্ধিতে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা উত্তর কমিশনারেট। এই কমিশনারেটের আদায় প্রবৃদ্ধি ৯ দশমিক শূন্য ছয় শতাংশ। আর ভ্যাট আদায়ে এলটিইউ পরই এই কমিশনারেটের অবস্থান। উত্তর কমিশনারেট এখন পর্যন্ত আদায় করেছে ১০ হাজার ৫৪ কোটি ২২ লাখ টাকা; যা গত অর্থবছরের তুলনায় ৮৩৫ কোটি ১০ লাখ টাকা। প্রবৃদ্ধিতে পিছিয়ে থাকলেও ভ্যাট আদায়ে চতুর্থ অবস্থানে রয়েছে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট। এই কমিশনারেট এখন পর্যন্ত ভ্যাট আদায় করেছে আট হাজার ৫৯০ কোটি ৬৪ লাখ টাকা।

প্রবৃদ্ধিতে পঞ্চম অবস্থানে রয়েছে কুমিল্লা ভ্যাট কমিশনারেট। এ কমিশনারেটের আদায় প্রবৃদ্ধি আট দশমিক ১৪ শতাংশ। আর ভ্যাট আদায়ের দিক থেকে এই কমিশনারেটের অবস্থান ষষ্ঠ। এই কমিশনারেট ভ্যাট আদায় করেছে তিন হাজার ১৪৭ কোটি ৫২ লাখ টাকা, যা গত অর্থবছরের তুলনায় ২৩৬ কোটি ৯২ লাখ টাকা বেশি। প্রবৃদ্ধিতে ষষ্ঠ অবস্থানে রয়েছে সিলেট ভ্যাট কমিশনারেট। এই কমিশনারেটের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে সাত দশমিক ৭৯ শতাংশ। আর ভ্যাট আদায় হয়েছে এক হাজার ৭৭ কোটি ৪৫ লাখ টাকা, যা গত অর্থবছরের তুলনায় ৭৭ কোটি ৮৬ লাখ টাকা বেশি।

সপ্তম অবস্থানে রয়েছে খুলনা কমিশনারেট। এই কমিশনারেটের প্রবৃদ্ধি চার দশমিক ৯৭ শতাংশ। এই কমিশনারেট আদায় করেছে দুই হাজার ১৮২ কোটি ২২ লাখ টাকা, যা গত অর্থবছরের চেয়ে ১০৩ কোটি ৩৫ লাখ টাকা বেশি। অষ্টম অবস্থানে রয়েছে রাজশাহী কমিশনারেট। এই কমিশনারেটের প্রবৃদ্ধি তিন দশমিক ৯৩ শতাংশ। আর গত অর্থবছরের তুলনায় বেশি আদায় করেছে ৬৩ কোটি ১৫ লাখ টাকা। দুই দশমিক ৯৯ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে নবম স্থানে রয়েছে ঢাকা পূর্ব কমিশনারেট। এই কমিশনারেট আদায় করেছে তিন হাজার ২৬৪ কোটি ৯২ লাখ টাকা, যা গত অর্থবছরের তুলনায় ৯৪ কোটি ৭৬ লাখ টাকা। আর আদায় ও প্রবৃদ্ধিতে পিছিয়ে রয়েছে যশোর কমিশনারেট ও ঢাকা পশ্চিম কমিশনারেট। যশোর কমিশনারেট এক হাজার ৬৩৬ কোটি ৯৮ লাখ ও ঢাকা পশ্চিম দুই হাজার ৮০৪ কোটি ২১ লাখ টাকা ভ্যাট আদায় করেছে।

ভ্যাটের একাধিক কমিশনার শেয়ার বিজকে জানিয়েছেন, কভিডের মধ্যেও ভ্যাট আদায়ে কর্মকর্তা-কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। ফলে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। ১৫ জুলাইয়ের পর ভ্যাটের হিসাব চূড়ান্ত হবে। লকডাউনের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবুও সব কমিশনারেট লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে মনে করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here