মগবাজারে বিস্ফোরণের ঘটনায় হাইড্রোকার্বনের উপস্থিতি ছিল

0
0

 

নিজস্ব প্রতিবেদক: রোববার সন্ধ্যায় মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের মধ্যে বাতাসে ‘হাইড্রোকার্বন’ গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ।

গতকাল দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর তিনি বলেন, ‘আমরা গ্যাস ডিটেকটর নিয়ে গিয়েছিলাম। এখানে প্রাকৃতিক গ্যাসের আলামত আছে কি না, তা জানার চেষ্টা করেছি। এটা হাইড্রোকার্বন ডিটেক্ট করে। এখানে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে।’

এর আগে ফায়ার সার্ভিস বলেছিল, মগবাজারে আড়ংয়ের উল্টো দিকে আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর হোল্ডিংয়ের তিনতলা ওই ভবনে গ্যাস জমেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করেছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি ফায়ার সার্ভিসের মহাপরিচালক সাজ্জাদ হোসাইন।

প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদও বলেছেন, বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলার ‘সুযোগ নেই’। সেখানে বাতাসে গ্যাস পাওয়া গেছে, কিন্তু গ্যাস থেকেই যে বিস্ফোরণ হয়েছে, এমনটা এখনই বলা যায় না। দুর্ঘটনাস্থলে গ্যাসের লাইনে লিকেজ হতে পারে, এটাই যে অন্যতম কারণ হতে হবে, তা নয়।

আবুল কালাম আজাদ বলেন, ‘উৎসটা কী, এখন পর্যন্ত বলা যাবে না। ধ্বংসস্তূপের মধ্যে তা নিশ্চিতের সুযোগও নেই। একটার কারণে আরেকটা ক্ষতিগ্রস্ত হয়। ইলেকট্রিক সার্কিটের কারণে কিছু ক্ষতিগ্রস্ত হলে সেখানে আগুন লাগলে আশপাশে সিলিন্ডার বা ন্যাচারাল গ্যাসের লাইন থাকলে এসবও এর আওতায় চলে আসে।’

ভবনটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘ধ্বংসস্তূপের মধ্যে ঢুকে কোথাও মুভ করব, এমন সুযোগ ছিল না। ছাদও ভাঙা। দু-এক জায়গায় গ্যাস ডিটেক্টর নিয়ে কাজ করা হয়েছে।’

প্রধান বিস্ফোরক পরিদর্শক জানান, মগবাজারের ঘটনায় বিস্ফোরক পরিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, সেখানেও বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধি থাকবেন।

তিনি বলেন, ‘তবে এ ক্ষেত্রে আলাদা প্রতিবেদন দেয়া হবে না; পুলিশের তদন্ত প্রতিবেদনেই আমাদের বিষয়টি যুক্ত হয়ে যাবে।’

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বিস্ফোরণের বিকট শব্দে মগবাজার ওয়ারলেস গেট এলাকা কেঁপে ওঠে। পড়ে দেখা যায়, তিনতলা ভবনটির ধসে পড়ার মতো দশা হয়েছে। বিস্ফোরণের ধাক্কায় রাস্তার উল্টো দিকে আড়ং, বিশাল সেন্টার, রাশমনো হাসনপাতালসহ আশপাশের ডজনখানেক ভবনের কাচ ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় রাস্তায় থাকা দুটি বাস।

তিনতলা ওই ভবনের দোতলায় সিঙ্গারের বিক্রয় কেন্দ্র ছিল। বিস্ফোরণে দেয়াল ভেঙে পণ্যের কার্টন বেরিয়ে পড়তে দেখা যায়। নিচতলায় খাবারের দোকান শরমা হাউস ও বেঙ্গল মিটের বিক্রয় কেন্দ্র ছিল, যা মোটামুটি মিশে গেছে। লোহার গ্রিল, আসবাব ও ভবনের বিভিন্ন অংশ ছিটকে পড়েছে রাস্তায়।

গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, বোমা হামলা মনে করে শঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সব বিষয় মাথায় রেখেই তারা তদন্ত করবেন।

তিনি বলেন, ‘এটা স্পষ্ট হওয়ার জন্য আমরা দু-এক দিন অপেক্ষা করি। বিস্ফোরণের লক্ষ্য ছিল এদিকটা (বাড়ির উত্তর) এবং এটি একমুখী ধ্বংসযজ্ঞ হয়েছে। এটা যদি বিস্ফোরক হতো, তাহলে বহু দিকে মানে, তিন-চার দিকে যেত। আর এ ঘটনায় গ্লাসের ভাঙা টুকরা ছাড়া আমরা অন্য কিছু খুঁজে পাইনি।’

তবু বিষয়টি নিয়ে নিশ্চিত হতে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিটসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে তদন্ত কমিটি করা হবে বলে বেনজীর জানান।

এছাড়া বিস্ফোরণের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রোববার রাতে গঠিত ওই তদন্ত কমিটি গতকাল সকাল থেকে কাজ শুরু করেছে বলে ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন জানিয়েছেন।

তিনি বলেন, ‘পাঁচ সদস্যের তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন।’

এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে বলে দেবাশীষ বর্ধন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here