নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে লকাউনের দ্বিতীয় দিনে আজ বুধবার শিমুলিয়া-বাংলাবাজার রুটের ফেরিতে নিষেধাজ্ঞা অমান্য করেই যাত্রী পারাপার করা হচ্ছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে করেই পারাপার হচ্ছে।
জেলা বিভিন্ন প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকলেও অভ্যন্তরীণ সড়কগুলোতে অবাধে চলাচল করছে মানুষ।
যাত্রীরা শিমুলিয়া ঘাটে এসে পড়েছে বিপাকে। রাজধানীতে যাওয়ার পর্যাপ্ত যানবাহন না থাকায় বেশি খরচের পাশাপাশি দুর্ভোগ পোহাচ্ছে।
বিআইডব্লিউটিসি জানিয়েছে, বহরের ১৬ ফেরির মধ্যে ১৪টি চলাচল করছে।
বিআইডাব্লিউটিসি’র এজিএম (মেরিন) আহাম্মদ আলী বলেন, ‘জরুরি পরিসেবায় যানবাহন, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ ছোট যান পারাপার করা হচ্ছে। ঘাটে যানবাহনের চাপ ঠেকাতে সিরাজদিখান, শ্রীনগর ও শিমুলিয়ার হিলশা মোড়ে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে।’
করোনা সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় মুন্সীগঞ্জ ও মাদারীপুরসহ ঢাকা বিভাগের ৭ জেলায় মঙ্গলবার ভোর ৬ টা থেকে লকডাউন চলছে। চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।