উচ্চশিক্ষা-গবেষণার মানে ছাড় দেয়ার সুযোগ নেই: ইউজিসি

0
0

 

নিজস্ব প্রতিবেদক: ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধান চালিকাশক্তি হবে গুণগত উচ্চশিক্ষা ও গবেষণা। সেই লক্ষ অর্জনে উচ্চশিক্ষা ও গবেষণার মানে কোনো ছাড় দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

গতকাল সোমবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত উদ্ভাবন ও সেবা সহজীকরণ বিষয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এ কথা বলেন।

মুহাম্মদ আলমগীর বলেন, ‘ইউজিসির মূল লক্ষ্যই হচ্ছে গুণগত, মানসম্পন্ন উচ্চশিক্ষা ও গবেষণা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়গুলো যেন কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারে সে জন্য নিজ নিজ অবস্থান ও সক্ষমতা অনুযায়ী উচ্চশিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ অবদান রাখতে হবে। মানুষের জীবনকে সহজ ও নিরাপদ রাখতে উদ্ভাবন করতে হবে।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আলমগীর আরও বলেন, ‘কর্মস্থলে উন্নত পরিবেশ তৈরি করতে হবে এবং পেশাগত ও মানসিক চাপ কমাতে হবে। মানসিক চাপমুক্ত সমাজ তৈরিতে কাজ করতে হবে। কর্মস্থলে তিরস্কারের পরিবর্তে প্রশংসা ও পুরস্কারের ব্যবস্থা প্রচলন করতে হবে।’

স্বাগত বক্তব্যে ড. ফেরদৌস জামান কর্মস্থলে সবাইকে মেধা ও মননে সর্বোচ্চ উৎকর্ষ সাধনের আহ্বান জানান। ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক ও উদ্ভাবনের ফোকাল পয়েন্ট রবিউল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় কমিশনের আইএমসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক ও ইনোভেশন অফিসার মাকছুদুর রহমান ভূইয়া যুক্ত ছিলেন।

কর্মশালায় ইউজিসির ২৮ জন উপ-পরিচালক ও সমমানের কর্মকর্তারা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here