নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে আজ ৪টি সংসদীয় কমিটি পুর্নগঠন করা হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী কমিটিগুলো পুর্নগঠনের প্রস্তাব উত্থাপন করেন।
পুর্নগঠিত কমিটিগুলো হলো, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এর মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর মৃত্যুতে শহীদুজ্জামান সরকারকে নতুন সভাপতি করা হয়েছে। আর বেগম ওয়াসিকা আয়েশা খানমকে বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
এছাড়া আজ সংসদে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদন,২০১৯ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট উপস্থাপন করা হয়।