রোহিঙ্গাদের আচরণ উদ্বেগজনক: পররাষ্ট্রমন্ত্রী

0
0

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা শরণার্থীরা একদিকে যেমন কক্সবাজারের আর্থ-সামাজিক অবস্থার উপর চাপ সৃষ্টি করছে তেমনি দীর্ঘদিন অন্যদেশে থেকে তারা অস্বাভাবিক আচরণ করছে- যা খুবই উদ্বেগজনক।

৬ দিনের সফরে যুক্তরাষ্ট্র পৌঁছে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের প্রথম সারির কয়েকটি দেশের মধ্যে একটি বলেও মন্তব্য করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে সদস্য রাষ্ট্রগুলোকে জোরালো আহ্বান জানাবেন বলেও জানিয়েছেন নিউইয়র্ক সফররত পররাষ্ট্রমন্ত্রী।

সেসময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করোনার ভ্যাকসিন পাওয়া যাবে।

ভ্যাকসিন কুটনীতিতে বাংলাদেশ পিছিয়ে আছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন ১৩৫টি দেশ একটি ভ্যাকসিনও পায়নি, বাংলাদেশ তখন সারাদেশে ভ্যাকসিন দেওয়া শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here