বারবার জ্বর আসছে খালেদা জিয়ার

0
11

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার হার্ট, কিডনি ও লিভারে সমস্যা রয়েছে যার কারণে বারবার জ্বর আসছে। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা নেওয়া প্রয়োজন। আজ সোমবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার জন্মদিন নিয়ে যে রিটটি করা হয়েছে আদালতের আমলেই নেয়া উচিত হয়নি। দেশে রাজনীতি নেই বলেই এমন হচ্ছে।’

গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন খালেদা জিয়া। ২৪ এপ্রিল রাতে পাওয়া দ্বিতীয় টেস্টের ফলাফলেও তার করোনা পজিটিভ আসে। ৩ মে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নেওয়া হয়।

তবে ২৫ এপ্রিলের পরীক্ষায় খালেদা জিয়া করোনা পজিটিভ হলেও তার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। এ কারণে তাকে করোনামুক্ত ধরে নিয়েই চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছিল। এরপর তার শরীরে করোনা পরবর্তী কিছু জটিলতা দেখা যায়।

পরে ৫ মে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন তার ভাই শামীম এস্কান্দার। তবে তার সেই আবেদনে সরকারের সাড়া মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here