আইসিসি’র মে মাসের সেরা মুশফিক

0
12

ক্রীড়া ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। সেরার স্বীকৃতি প্রবর্তনের পর এই প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার পেলেন খেতাব।

মে মাসের সেরার লড়াইয়ে মুশফিক পেছনে ফেলেছেন হাসান আলি ও প্রাভিন জয়াবিক্রমাকে।

আজ সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে মে মাসের সেরা হিসেবে মুশফিকের নাম প্রকাশ করে আইসিসি। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেয়া বাংলাদেশের প্রথম ক্রিকেটারও উইকেটরক্ষক-ব্যাটসম্যানই।

গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচে অংশ নেন মুশফিক। ওয়ানডে সিরিজে ১২৫ রানের ইনিংস নিয়ে যায় সেরার কাতারে।

মেয়েদের বিভাগে মে মাসের সেরার খেতাব পেয়েছেন স্কটল্যান্ড অলরাউন্ডার ক্যাথরিন ব্রেস। স্কটিশ তারকা আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ৯৬ রান করার পাশাপাশি বল হাতে নেন ৫ উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here