এবারও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা

0
0

 

নিজস্ব প্রতিবেদক: এবারও সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ পালনের অনুমতি দেয়া হচ্ছে না। ফলে এবারও বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। শুধু নাগরিক ও দেশটিতে বসবাসরত ৬০ হাজার মানুষকে এবার হজে অংশ নেয়ার সুযোগ দেবে সৌদি আরব। গতকাল দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

এদিকে সৌদি সরকারের ঘোষণা না থাকলেও হজের যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশের নিবন্ধিত হজযাত্রীদের কভিড-১৯ টিকা দিতে বলা হয়েছে মার্চেই।

গত ১৫ মার্চ ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজ নিয়ে একটি বৈঠক করে। বাংলাদেশে প্রায় ৬১ হাজার জন হজ  পালনের জন্য টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করেন। সৌদি আরব টিকা গ্রহণকারীদের হজে অংশ নিতে দেবেÑএ ঘোষণার ভিত্তিতে প্রস্তুতির অংশ হিসেবে ২০২০ সালে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিয়ে হজের জন্য প্রস্তুত করা হয়। বাংলাদেশে ৪০ বছরের নিচে কভিড টিকা দেয়ার সুযোগ না থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়, ১৮ বছরের ওপর ও ৪০ বছরের নিচে নিবন্ধিত হজযাত্রীদের টিকা দেয়ার জন্য।

এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, নিবন্ধনকৃত যারা টাকা জমা রেখেছিলেন, তারা ইচ্ছা করলে আবেদনের মাধ্যমে টাকা ফেরত নিতে পারবেন। সেই ঘোষণা আগেই দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here