সাতক্ষীরায় লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি

0
9

সাতক্ষীরা, প্রতিনিধি: সাতক্ষীরায় কভিড সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ২১১ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের কভিড ধরা পড়েছে। শনাক্তের হার ৫২ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে কভিডে মারা গেছে চারজন।

সাতক্ষীরায় কভিড সংক্রমণে ঊর্ধ্বগতি হওয়ায় ৫ জুন থেকে দেয়া এক সপ্তাহের লকডাউন বর্ধিত করে ১৭ জুন পর্যন্ত করা  হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা কভিড প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলায় এ পর্যন্ত দুই হাজার ২৫৬ জন কভিড শনাক্ত হয়েছে। জেলায় মোট ৫০ জন কভিড পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় কভিডের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৩৩ জন।

এদিকে লকডাউনে সময় সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত কাঁচাবাজার খোলা থাকায় রাস্তা ও বাজারে কিছুটা জনসমাগম থাকলেও বড় সড়কে কমছে মানুষের যাতায়াত। ছোট ছোট কিছু যানবাহন ও জরুরি সেবা ছাড়া বড় ধরনের যানবাহন রাস্তায় নাই।

পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শহরের হাসপাতাল, নারিকেল তলা, পাকাপোল, নিউমার্কেট ও বড়বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল অব্যহত আছে। আছে উপজেলা সদরেও। শহরের বিভিন্ন এলাকার লিংক রোডগুলোতে বাঁশ বেঁধে মানুষ চলাচলে সীমিত করার কাজ অব্যাহত আছে। কিন্তু হাট-বাজারের সাধরণ মানুষ কোনোভাবে স্বাস্থ্যবিধি মানছে না। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। ভোমরা স্থলবন্দরে সীমিত পরিসরে চলছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here