নিজস্ব প্রতিবেদক: সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় নেয়া বিদেশি ঋণ পরিশোধ, রপ্তানি উন্নয়ন তহবিল থেকে নেয়া ঋণ পরিশোধের মেয়াদ ফের বাড়িয়ে দিল বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে রপ্তানি মূল্য প্রত্যাবাসন সময়ও বাড়ানো হয়। আরও ছয় মাস বৃদ্ধিতে আগামী ডিসেম্বর পর্যন্ত ব্যবসায়ীরা এ সুবিধা নিতে পারবেন। এ নিয়ে তৃতীয়বারের মতো সময় বাড়ানো হলো।
এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক গতকাল উল্লেখ করে কভিড-১৯ মহামারি বিবেচনায় বৈদেশিক লেনদেনে এছাড় দেয়া হলো। চলতি মাস পর্যন্ত এ সুবিধার মেয়াদ নির্দিষ্ট করা হয়েছিল। জানা গেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতি একটি নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে প্রতি তিন মাস অন্তর ব্যবসায়ীদের ঋণ পরিশোধের নিয়ম বেঁধে দিয়েছিল।
কিন্তু এখন মেয়াদ পূর্তিতে এসব ঋণ পরিশোধ করা যাবে। এ সুবিধা আগামী ডিসেম্বর পর্যন্ত দেয়া হবে। অর্থাৎ এ সময়ের মধ্যে মেয়াদ শেষ হলে ঋণ পরিশোধ করতে পারবে। এর আগে কোনো কিস্তি না দিলেও চলবে। সংশ্লিষ্টরা বলছেন, মেয়াদ শেষে একসঙ্গে বৈদেশিক মুদ্রার ঋণ পরিশোধে চাপ বাড়বে। এতে হঠাৎ কমে যাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
তথ্য অনুযায়ী, বাংলাদেশে বৈদেশিক মুদ্রায় ঋণ নেয়ার অবারিত সুযোগ দেয়া হয় ২০১৩ সালে। এরপরই বিশাল অঙ্কে কম সুদের বৈদেশিক ঋণ নেন ব্যবসায়ীরা। বর্তমানে শুধু স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণই দাঁড়িয়েছে প্রায় দেড় হাজার কোটি ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় সোয়া লাখ কোটি টাকার উপরে।
কভিডের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ঋণ পরিশোধ করতে পারছিলেন না। অনেকের বিরুদ্ধে স্থানীয় ব্যাংক থেকে ঋণ করে তা বৈদেশিক মুদ্রায় রূপান্তর করে ঋণ পরিশোধ করার অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের সুবিধা দেয়ার জন্য তিন মাস অন্তর ঋণ পরিশোধের শর্ত রহিত করা হয়। প্রথমে এ নির্দেশনা ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়। গতকাল কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে দায় পরিশোধের আগের নির্দেশনা আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
এছাড়া রপ্তানি উন্নয়ন তহবিল থেকে নেয়া ঋণ ১৮০ দিনের মধ্যে পরিশোধ করা যাবে। সাধারণ সময়ে এর মেয়াদ ৯০ দিন ছিল। মহামারিতে এ সুবিধার মেয়াদও আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এ তহবিল থেকে পুনঃঅর্থায়ন সুবিধার মেয়াদ করা হয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত।
রপ্তানি বাণিজিক লেনদেনের নীতি সহায়তার সময়সীমা আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে নীতি সহায়তার অংশ হিসেবে রপ্তানি মূল্য প্রত্যাবাসন সময় ২১০ দিন পর্যন্ত রাখা হয়।
পাশাপাশি রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের অতিরিক্ত সময় ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় স্থাপিত ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধের জন্য ইডিএফ থেকে ১৮০ দিন সময়ের জন্য অর্থায়ন সুবিধা নেয়া যাবে।