শিগগির চীন ও রাশিয়া থেকে টিকা আসছে: পররাষ্ট্রমন্ত্রী

0
0

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কাছে কভিড-১৯-এর টিকা বিক্রির চুক্তিটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। গতকাল দুপুরে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতভ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। রাশিয়ার সঙ্গে টিকার চুক্তি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, চুক্তিটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে।

রাশিয়া থেকে এক কোটি টিকা কেনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এ মাসেই রাশিয়ার সঙ্গে টিকা কেনার আলোচনা শেষ করে বাংলাদেশ জুলাই থেকে স্পুটনিক-ভি টিকার প্রথম চালান পেতে আগ্রহী। সব ঠিকভাবে এগোলে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এসব টিকা দেশে আসবে। বিভিন্ন দেশ থেকে করোনাভাইরাস টিকা সংগ্রহের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন।

চীনের কাছ থেকে টিকা কেনার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে কি না, জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, কোনো জটিলতা তৈরি হয়নি। আমরা বলেছি, টিকা কিনতে চাই এবং তোমরা কোনো বাধা ছাড়াই জোগান দাও। চীন আমাদের বলেছে, তারা কোনো বাধা ছাড়াই টিকা সরবরাহ করবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওই দেশ থেকে সরেজমিনে পরিদর্শনের জন্য দল আসবে। তারা এসে সরেজমিনে দেখে বিষয়টি চূড়ান্ত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here