মামুনুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ

0
0

নিজস্ব প্রতিবেদক: নাশকতা ও ধর্ষণসহ ছয় মামলায় রিমান্ড শেষে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার কালে ১৮ দিনের রিমান্ড শেষে মামুনুল হককে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে হাজির করে পুলিশ। শুনানী শেষে আদালত মামুনুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হেফাজতে ইসলামের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে সহিসংতার দুটি মামলায় মামুনুল হককে ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আরেক মামলায় তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

এর আগে মামুনুল হকের বিরুদ্ধে তার কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলাসহ সোনারগাঁওয়ে দায়ের করা তিন মামলায় মামুনুলকে নয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

মোট ছয়টি মামলায় তিন দিন করে ১৮ দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হয়। শুনানী শেষে আদালতের আদেশের পরে কঠোর নিরাপত্তায় তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here