আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস (কভিড-১৯) মহামারি প্রতিরোধে টিকাপ্রয়োগ ও কার্যকরিতা বিজ্ঞানীরা গবেষণা চালিয়েই যাচ্ছেন। ফাইজারের তৈরি টিকা নিয়ে গতকাল নতুন গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট। ওই প্রতিবেদনে কভিডের মূল স্ট্রেনের তুলনায় ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিন অনেকটাই কম কার্যকর বলে প্রতীয়মান হয়েছে। একই সঙ্গে বলা হয়, যাদের দুই ডোজ টিকার ব্যবধান দীর্ঘ তাদের ক্ষেত্রে অ্যান্টিবডি কম কাজ করছে। খবর: বিবিসি, সিএনএন।
গবেষণায় বলা হয়েছে, যারা এ টিকার একটি ডোজ পেয়েছেন বা দুটি ডোজের মধ্যে ব্যবধান দীর্ঘ তাদের ক্ষেত্রে অ্যান্টিবডি কম কাজ করছে। ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই অ্যান্টিবডি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে বলে মন্তব্য করেছে ল্যানসেট।
ফাইজারের প্রথম ডোজের পর ৭৯ শতাংশ মানুষের দেহে মূল স্ট্রেইনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হতে পারে। কিন্তু বি.১.১.৭ বা আলফা ভ্যারিয়েন্টের জন্য এটাই কমে হয়ে যায় ৫০ শতাংশ। আর ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য তা হয় ৩২ শতাংশ। বিটা ভ্যারিয়েন্ট বা বি.১.৩৫১ এর ক্ষেত্রে এর মাত্রা ২৫ শতাংশ। এই বিটা ভ্যারিয়েন্ট প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছিল।
গবেষকরা বলছেন, মানুষকে হাসপাতাল থেকে দূরে রাখতে যতটা সম্ভব ভ্যাকসিন প্রক্রিয়া দ্রুত করা প্রয়োজন। লেগেসি স্টাডির শীর্ষ ক্লিনিকাল রিসার্চ ফেলো এবং ইউসিএলএইচ ইনফেকশাস ডিজিজ কনসালটেন্ট এমা ওয়াল বলেছেন, এ থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়। দুটি ডোজের মধ্যে ব্যবধান কমিয়ে আনা। এছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি নয় তাদের ক্ষেত্রে বুস্টার ডোজ প্রয়োগ করার কথাও বলেছেন তিনি।
ভারতে কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। বর্তমানে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ১২ থেকে ১৬ সপ্তাহ ব্যবধান থাকছে। আগে এ সময় ছিল ছয় থেকে আট সপ্তাহ। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভ্যাকসিনের কার্যকারিতা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়।
যদিও সমালোচকদের অভিযোগ সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ টিকা নেই। সে কারণেই টিকা দেয়ার ব্যবধানকে আরও বাড়ানো হয়েছে। ভারতে যেখানে দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়িয়ে দেয়া হয়েছে সেখানে ব্রিটেনে টিকার দুটি ডোজের মধ্যে ব্যবধান কমিয়ে আনা হয়েছে। ব্রিটেনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ল্যানসেট।