মাথায় ঋণের চাপ, তাই নামাজ শেষে বাসের নিচে ঝাঁপ!

0
0

সাতক্ষীরার কালীগঞ্জে একটি চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৪৫ বছর বয়সী মোশাররফ হোসেন। আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের তারালী মোড়ে এ ঘটনা ঘটে। তিনি একজন মানসিক রোগী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

মোশাররফ সোনাতলা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে মোহরার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আজ মঙ্গলবার ভোরে মোশাররফ হোসেন ফজরের নামাজ পড়ে বাড়ির বাইরে এসে কালীগঞ্জ ডিগ্রি কলেজের পাশে তিন রাস্তার মোড়ে হঠাৎ করে একটি চলন্ত বাসের নিজে ঝাঁপ দেন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোস্তফা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্প্রতি তিনি ঋণগ্রস্ত হওয়ায় হতাশায় ভুগছিলেন বলে জানান ওসি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here