মডার্নার টিকা আনতে চায় রেনাটা

0
24

 

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার তৈরি কভিড-১৯ টিকা আনার জন্য বাংলাদেশের ওষুধ কোম্পানি রেনাটা ফার্মাসিউটিক্যালস সরকারের কাছে আবেদন করেছে। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মডার্নার টিকা আনার জন্য রেনাটা ফার্মাসিউটিক্যালস আবেদন করেছে। এ-সংক্রান্ত কাগজপত্র ঔষধ প্রশাসন অধিদপ্তরে (ডিজিডিএস) পাঠানো হয়েছে। তারা যাচাই-বাছাই করে দেখছেন, ওই কোম্পানির সক্ষমতা আছে কিনা, তারা আনতে পারবেন কিনা।

মডার্নার টিকা শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। দেশে এ ধরনের ব্যবস্থা আছে কিনা, তা জানতে চান সাংবাদিকরা। জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ক্যাপাসিটিতে আমরা এটা ঢাকায় রাখতে পারব। কিন্তু ঢাকার বাইরে এই টিকা সংরক্ষণের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেই।’

চীনের সিনোফার্ম যে পাঁচ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিচ্ছে, সেগুলো কবে নাগাদ আসতে পারেÑজানতে চাইলে খুরশীদ আলম বলেন, ‘এখনও সঠিক তারিখ পাওয়া যায়নি। তারা (চীন) আমাদের বলেছিল, আমরা টিকা নেব কি না। আমরা নিতে রাজি আছি, সেটা তাদের জানিয়েছে। কিন্তু টিকা কবে আসবে, সেই তারিখ তারা আমাদের এখনও জানায়নি।’

কভিড-১৯ সংক্রমণের এ সময় গণপরিবহন চালু করা হলেও তা শুধু শহরের মধ্যে সীমিত আকারে চালুর পরামর্শ দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here