ভারতকে বাঁচিয়ে দিয়েছে বাংলা: মমতা

0
0

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিধস বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বলেছেন, ভারতকে বাঁচিয়ে দিয়েছে বাংলা। এটা হলো গণতন্ত্রের বিজয়।

তিনি বলেন, বিজেপি বলেছিল ডবল-ইঞ্জিন সরকার হবে, যেখানে আমি বলেছিলাম ডবল সেঞ্চুরি হবে। এটা বাংলার বিজয়, বাঙালির বিজয়, এটা আপনাদের জয়। এই জয় বাংলাকে বাঁচিয়ে দিয়েছে, এই জয় বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে দিয়েছে।

রবিবার কালিঘাটে এক সংবাদ সম্মেলনে এসব বলেন মমতা।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার আট দফায় ভোট হয়েছে। রবিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। গণনাকৃত ভোটের ৪৮ দশমিক ৩ শতাংশ পেয়েছে তৃণমূল।

এনডিটিভির সূত্রে ২১৩ আসনে এগিয়ে মমতার দল। বিজেপি এগিয়ে ৭৮ আসনে। আনন্দবাজার জানায়, ২০৯ আসনে এগিয়ে মমতার তৃণমূল এবং ৮১ আসনে এগিয়ে বিজেপি।

নন্দীগ্রামে নিজের আসনে পিছিয়ে পড়া সম্পর্কে মমতা বলেন, নন্দীগ্রাম নিয়ে আমি উদ্বিগ্ন নই, আমি নন্দীগ্রামের জন্য লড়েছি। যা হয়েছে ঠিক আছে। নন্দীগ্রামের মানুষ তাদের পছন্দের রায় যা দেবে, আমি তা মেনে নেব। আমি কিছু মনে করব না। আমরা ২২১ এর বেশি আসন জিতব এবং বিজেপি নির্বাচনে হেরে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here