করোনা সংক্রমণ বাড়ায় বাংলাদেশসহ ৪ দেশ থেকে সিঙ্গাপুরে প্রবেশে নিষেধাজ্ঞা

0
0

বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের এবং এই দেশগুলোতে গত দুই সপ্তাহের মধ্যে অবস্থান করেছেন এমন কাউকে আর সিঙ্গাপুরে প্রবেশ বা দেশটির ভেতর দিয়ে যাতায়াতের অনুমতি দেয়া হবে না।

সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী লরেন্স ওয়াং শুক্রবার (৩০ এপ্রিল) এমন ঘোষণা দিয়েছেন বলে স্ট্রেইট টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে। শনিবার রাত ১১.৫৯ টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

তবে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ অত্যন্ত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

পরিস্কার পরিচ্ছন্নতার জন্য বিখ্যাত সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৬১,১৪৫ জন মানুষ করোনায় আক্রান্ত হলেও ৬০,৭১৮ জনই সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন মাত্র ৩০ জন নাগরিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here