বাবুই পাখির ছানা পোড়ানোর ঘটনায় দুই জিডি

0
0

ঝালকাঠির নলছিটিতে আক্রোশে বাবুই পাখির বাসায় আগুন দিয়ে ছানা পোড়ানোর ঘটনায় নলছিটি থানায় দুইটি জিডি করা হয়েছে। এলাকার প্রতিবাদী যুবক আব্দুল্লাহ আল শিপন নিজের নিরাপত্তা চেয়ে একটি জিডি করেন। আপরদিকে এ ঘটনার কথা উল্লেখ করে পৃথক জিডি করেছে ঝালকাঠির বন বিভাগ।

এ দুটি জিডির বিষয় নিশ্চিত করেছে নলছিটি থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ।

জিডির বিষয়ে এলাকার শিক্ষার্থী যুবক আব্দুল্লাহ আল শিপন বলেন, আমি সেদিন পাখিদের উপর নির্যাতনের প্রতিবাদ করেছি। নিজের বিবেকের তাড়নায় ওদের জন্য সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে সামাজিকভাবেও প্রতিবাদ করেছি। কিন্তু তারপর দেখলাম আমার জীবন হুমকির মুখে।

যদিও অনেক সংবাদ মিডিয়া, প্রশাসন, বনবিভাগ আমার পাশে আছে। কিন্তু সর্বশেষ গত ১১ এপ্রিল ঝালকাঠির নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শনে এলে তার উপস্থিতিতেই পাখি পোড়ানো জালাল সিকদার আমাকে অপমান করে। এছাড়া তিনি ও তার স্বজনরা বিভিন্ন ভাবে হুমকি-ধমকি ভয়ভীতি দেখিয়েছে। তাই নিজের নিরাপত্তা চেয়ে নলছিটি থানায় জিডি করেছি।

অপরদিকে বাবুই পাখি পোড়ানো ঘটনার কথা উল্লেখ করে একই দিন পৃথক জিডি করেছে নলছিটি বন বিভাগ।

এ প্রসঙ্গে ঝালকাঠি রেঞ্জের বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম জিয়া বলেন, নলছিটিতে পাখি পোড়ানের বিষয়টি অবগত হয়ে উপজেলা কর্মকর্তা কার্তিক চন্দ্র মণ্ডল জিডি করেছেন।

এ বিষয়ে নলছিটি থানার ওসি আলী আহমেদ জানান, জিডির বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here