করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে উঠে এলো ভারত

0
0

করোনাভাইরাস সংক্রমণের সংখ্যায় ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯১২ জন। প্রাণ হারিয়েছে ৯০৪ জন। এতে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দারিয়েছে ১ কোটি ৩৫ লাখে। এটি ব্রাজিলের থেকে এক লাখ বেশি। এরমধ্যে ভারতে প্রতিদিনই করোনা আক্রান্তের রেকর্ড হচ্ছে।
দেশটিতে আঘাত হেনেছে করোনার দ্বিতীয় ঢেউ। সবথেকে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন মহারাষ্ট্রে।
সর্বশেষ একদিনে এই রাজ্যে ৬৩ হাজার ২৯৪ জন করোনা শনাক্ত হয়েছেন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৭৪ জন। কেরালা, কর্ণাটক, তামিনলনাড়–ও অন্ধ্র প্রদেশেও করোনা দ্রুত ছড়াচ্ছে। গুজরাটে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন সাড়ে পাঁচ হাজার মানুষ।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ২৯ লাখ ৩৩ হাজার মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। তবে অনেকগুলি রাজ্যই অভিযোগ করেছে, তাদের হাতে যথেষ্ট সংখ্যায় ভ্যাকসিন নেই। কারো হাতে দুই দিনের, কারো হাতে তিনদিনের মতো ভ্যাকসিন মজুত আছে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়েছেন, তাদের হাতে সাত দিনের মতো ভ্যাকসিন আছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, ভ্যাকসিনের কোনো অভাব নেই। সব রাজ্যের কাছে তা পৌঁছে দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here