একদিনে করোনা আক্রান্ত প্রায় ৮ লাখ

0
0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত একদিনে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩১৮ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৬ হাজার মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ লাখ ৩৯ হাজার ১৭ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৯৮ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার ৪১৪ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন দুই কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ৬৭ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৯৮০ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৭৫ হাজার ৫৯৩ জন ।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে—ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ইতালি, তুরস্ক, স্পেন ও জার্মানি।

ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৬ জন এবং মারা গেছেন তিন লাখ ৫১ হাজার ৪৬৯ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন এক লাখ ৬৯ হাজার ৩০৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here