আ’লীগ নেতার বাড়িতে ব্যবসায়ীর লাশ, বিচার দাবিতে সড়কে শিশুপুত্র

0
0

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক দাদন ব্যবসায়ী মাসুদ রানার বাড়িতে জুতা ব্যবসায়ী হাসান আলীর (৪৫) মৃত্যু নিয়ে তোলপাড় শুরু হয়েছে শহরে। এ ঘটনায় মাসুদ রানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এদিকে বাবা হত্যার বিচার দাবিতে সড়কে দাঁড়িয়েছে হাসান আলীর শিশুপুত্র। এ মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

রোববার বেলা ১১টায় জেলা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে ‘গাইবান্ধাবাসী’ নামে একটি নাগরিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচিতে নিহত হাসান আলীর স্ত্রী বিথী বেগম, ছোট ছেলে হেদায়েতুল ইসলাম শাফিনসহ রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন এবং সাংবাদিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দাদন ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা মাসুদ রানার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সদর থানার ওসি মাহফুজুর রহমানের অপসারণসহ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, পরিবেশ আন্দোলন জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সিপিবি জেলা সভাপতি মিহির ঘোষ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, উদীচী জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, জেলা ব্যবসায়ী সমন্বয় সমিতির সভাপতি ইকবাল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম রুবেল, জেলা বাকসিস সভাপতি নিয়ামুল হাসান, বাসদ মাকর্সবাদী জেলা সদস্য কাজী আবু রাহে শফিউল্যাহ, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার প্রমুখ।

উল্লেখ্য, গাইবান্ধা জেলা শহরের খানকা শরীফ সংলগ্ন নারায়ণপুর এলাকার বাসিন্দা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক চিহ্নিত দাদন ব্যবসায়ী মাসুদ রানার বাড়ি থেকে শনিবার সকালে অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ী হাসান আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আফজাল সুজ গাইবান্ধা শাখার সাবেক স্বত্বাধিকারী নিহত হাসান আলী শহরের থানাপাড়া এলাকার মৃত হজরত আলীর ছেলে। হাসান আলী দাদন ব্যবসায়ী মাসুদ রানার কাছ থেকে বেশ কিছু টাকা ঋণ হিসেবে গ্রহণ করেন। সেই দাদনের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গত ৬ মার্চ হাসান আলীকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে আসে মাসুদ রানা তার বাড়িতে।

সেই থেকে মাসুদ রানার বাড়িতে আটকে রাখা অবস্থায় হাসান আলীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হয় বলে থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here