করোনায় আক্রান্ত আকরাম খান

0
0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে ক্রিকেট বোর্ডের অন্যতম শীর্ষ পরিচালক আকরাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিনি।

গত কিছুদিন ধরেই মৃদু উপসর্গ ছিল বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানের। সেজন্য গণমাধ্যম থেকে শুরু করে সবার সঙ্গেই খানিক দূরত্ব বজায় রাখছিলেন তিনি। এরপর করোনা পরীক্ষা করিয়েছিলেন আকরাম খান। শুক্রবার রাতে পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম নিজেই। তিনি বলেছেন, “শুক্রবার রাতে করোনা পরীক্ষার ফল পেয়েছি, পজিটিভ এসেছে। এখন পুরোপুরি আইসোলেশনে আছি। তবে আমি শারীরিকভাবে সুস্থ আছি।”

আকরাম খানের আগে করোনায় আক্রান্ত হয়েছেন মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। যে কারণে বিমানের টিকিট কেটেও নিজ দেশ শ্রীলঙ্কায় যেতে পারেননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here