সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

0
0

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পরিবারের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এ সংঘর্ষে আরো দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডুংরিয়া গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের (৬২) সাথে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার (৪২) দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এর জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই গ্রামের বাসিন্দা দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজ বলেন, জমি সংক্রান্ত দীর্ঘ দিনের বিরোধের জের ধরেই বৃহস্পতিবার সকালে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি শুরু হয়। এ সময় গুরুতর আহত আব্দুল তাহিদ ও রিপন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মুক্তাদীর আহমদ জানান, সম্পদ নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাচায় ভাতিজাকে এবং ভাতিজার আঘাতে চাচার মৃত্যু হয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here